স্টাফ রিপোর্টার ॥
ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক আনন্দ উৎসব আয়োজন করেছে নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ। গতকাল শনিবার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে বাহুবল উপজেলার আলিয়াছড়া গুলবাহার খাসিয়া পুঞ্জির আলিয়াছড়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের সকল পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সদস্যদের পরিবারবর্গ নিয়ে সারাদিন ব্যাপি আনন্দ উৎসব উদযাপন করেছে।
উক্ত বার্ষিক আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজ কর্ম অনুষদের অধ্যাপক ড. মোঃ আলী ওয়াক্কাস সোহেল এবং অনলাইনে সংযুক্ত হয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।
নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক শাকির মাহমুদ শাখার ব্যবস্থাপক পলাশ কুর্মী, মাধবপুর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কনক দেব মিঠু, মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাধবপুর উপজেলা শাখার সভাপতি মো হারুনুর রশিদ মহালদার, সাধারণ সম্পাদক মো মাহমুদুল হাসান রনি, প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক মো ইস্কান্দর মির্জা, বাংলাদেশ স্কাউট মাধবপুর উপজেলা। শাখার সম্পাদক মো সুলেমান মিয়া, ঘোনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বাদল,, সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নয়ন মিয়া।
আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মন্তাজ মিয়া, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিক বরুণ চন্দ্র দেব, আইবি সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, এস এম ফয়সল সপ্রাবি প্রধান শিক্ষক বিলকিছ আক্তার, রতনপুর সপ্রাবি প্রধান শিক্ষক নূরজাহান আখতার, লেবামারা সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ ছালেহ উদ্দিন, জগদীশপুর চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক অমল চন্দ্র সরকার, নারাইনপুর সপ্রাবি প্রধান শিক্ষক আজিজুর রহমান, নোয়াপাড়া চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক ফারজানা আক্তার রোজি, মির্জাপুর সপ্রাবি প্রধান শিক্ষক শিল্পী রাণী পাল, শাহপুর-আলীনগর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুমন তালুকদার, প্রভাতী বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, এ এইচ মডেল স্কুল প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সৈয়দ হুমায়ূন একাডেমি প্রধান শিক্ষক শামীমা আক্তার, কাশফিয়ান বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক শেফালী আক্তার, পিসি আকবর একাডেমি প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, আল-হিকমাহ বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, নলেজ স্টার একাডেমি প্রধান শিক্ষক মৃন্ময় বণিক মিশু, শাহ এন এইচ স্কুল প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাহমুদ, ডাঃ নাইমা হুমায়ূন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেরুন্নেসা লাভলী, পরিবার কল্যাণ পরিদর্শিকা শিখা বণিক, সিএইচসিপি সাহিরুল ইসলাম, জাকারিয়া আহমেদ, চন্দন দাস এবং মোঃ জাকারিয়া।
উল্লেখ্য যে, নোয়াপাড়া মডেল ইউনিয়নের শিক্ষা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ২৪টি প্রতিষ্ঠানের সদস্য ও তাদের পরিবার বর্গের ২৫০ জনের অধিক সদস্য নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র?্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে সারাদিন ব্যাপি বার্ষিক আনন্দ উৎসব উদযাপন করা হয়েছে।