বানিয়াচং প্রতিনিধি ॥
বানিয়াচং বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের সামনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শতীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কাপড়ের শো-রুম “উইনার স্টাইল” এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আসরের নামাজের পর প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মিরাক্কেল সিজন-১০ এর ফাইনালিস্ট আবিদুল ইসলাম রিমন। প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান। উক্ত শো-রুমটি দেশেরে স্বনামধন্য প্রাণ আর এফ এল কোম্পানির একটি ব্রান্ড। এসময় উপ¯ি’ত ছিলেন, শো-রুমের পরিচালক জয় আলম সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সেক্রেটারী ও আহত জুলাই যোদ্ধা শেখ সফিকুল ইসলাম সফিক, কোম্পানির হেড অব অপারেশন মোস্তাফিজুর রহমান, ব্রান্ড ম্যানেজার রাজু আহমেদ ও ডিজাইনার তানভির রহমান অপু, সাংবাদিক সুজন মিয়া প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সাবরেজিস্ট্রার মসজিদের মোয়াজ্জিন মাওলানা মুক্তাদির। উদ্বোধন শেষে শো-রুমটি পরিদর্শনে এসে কাপড়ের গুণগত মান এবং সার্বিক পরিবেশের প্রসংশা করেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।