লস্করপুরে ডিবির অভিযানে ২৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ১
তারিখ: ১৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। 
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। 
এ সময় ৯৪ বস্তায় রাখা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। অভিযানে জিরা বহনকারী মো. হাবিবুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।