মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও শিবজয়নগর গ্রামের মধ্যে খেলার মাঠকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক স্থানীয় মাঠে ফুটবল খেলতে গেলে হরিতলা গ্রামের লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শিবজয়নগর গ্রামের যুবকদের মারধর করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উভয় গ্রামের লোকজন বাদশা কোম্পানির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া বলেন, যে মাঠকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটি শিবজয়নগর গ্রামের মাঠ। কী কারণে হরিতলা গ্রামবাসী বর্তমানে মাঠটি দাবি করছে, সে বিষয়ে তিনি অবগত নন। তবে ঘটনার পর দুই গ্রামেই কিছুটা উত্তেজনা বিরাজ করছে বলে তিনি জানান।