জুবায়ের আহমেদ, বাহুবল ॥
বাহুবলে স্বস্তিপুর আশ্রয়ন কেন্দ্র, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বেলা দেড়টার দিকে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বাহুবল উপজেলা পরিষদে আসলে প্রথমে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে। পরবর্তীতে পরিষদের কনফারেন্স রুমে সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী, কৃষি অফিসার চিন্ময় কর অপু, মৎস্য কর্মকর্তা সামিউন আসিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন রায়, নির্বাচন অফিসার, সমাজসেবা কর্মকর্তা ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার সকল কর্মকর্তাদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।