চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রেহেনা খাতুন (৫০) নামে ওই নারী। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সে উপজেলার গাদিশাল গ্রামের আমীর মিয়ার স্ত্রী। জানা গেছে- গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জনৈক এক মাদক বিক্রেতার বেপরোয়া গতির মোটর সাইকেল ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন ওই নারী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।