স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল), হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসন ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের ৪ এমপি প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারা পৃথকভাবে তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাসেমের নিকট থেকে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ’র পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু প্রমুখ। এছাড়াও একই আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।
এছাড়াও হবিগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মাধবপুর উপজেলা নির্বাচন সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ প্রমুখ।
এদিকে- হবিগঞ্জ-১ আসন থেকে নবীগঞ্জ-বাহুবল আসনের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু’র পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।