সৈয়দপুরে মরহুম কাজল মিয়া-এর ইছালে সওয়াব উপলক্ষে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত
তারিখ: ১৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে মরহুম কাজল মিয়ার ইছালে সওয়াব উপলক্ষে ১ম বার্ষিকী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। সুন্নী মহা সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- পীরে কামেল হযরত মাওঃ আলহাজ্ব নাসির উদ্দিন জালালী। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে সৈয়দপুর গ্রামের প্রধান মুরুব্বি মোঃ ছালেহ উদ্দিন বাচ্চু ও রুহুল আমীন মহরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা এলাহি জামে মসজিদের খতিব হযরত মাওঃ নেছার উদ্দিন ছালেহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম। প্রধান আকর্ষন ছিলেন- মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ। এছাড়াও সুন্নী মহাসম্মেলনে আরো আমন্ত্রিত ওয়াজীনে কেরাম ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইছালে সওয়াব মাহফিল ধর্মীয় আলোচনা ও জিকির আসকার শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। পরে উপস্থিত মুসল্লীদের মধ্যে তবারুক বিতরণ করা হয়।