শহরে ওসমান হাদি হত্যাকান্ডের বিচারের দাবিতে মশাল মিছিল
তারিখ: ২৮-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ শহরে ওসমান হাদি হত্যার বিচার ও মূল আসামিকে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও মূল আসামিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের প্রধান সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।