আওয়ামীলীগ আমাদের সাথে অন্যায় করেছে আমরা যেন সেই অন্যায় না করি
তারিখ: ২৮-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের চাকরী ব্যবসা বাণিজ্য করার অধিকার কেড়ে নিয়েছে, মানুষের সম্পদ জোর করে কেড়ে নিয়েছে, কিন্তু শেষ পরিণতি আওয়ামীলীগের ভাল হয়নি। আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, কেউ কেউ দেশ ছাড়া। আওয়ামীলীগের এই পতন থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলেই আমরা বাড়ি ঘরে থাকতে পারব। আওয়ামীলীগ আমাদের সাথে অন্যায় করেছে আমরা যেন সেই অন্যায় না করি।
তিনি গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিনের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির গণদোয়া মাহফিলে এসব কথা বলেন। 
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হওয়ায় এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
মাহফিলে জি কে গউছ আরও বলেন- আল্লাহ ইজ্জত কিভাবে দেন তার বড় প্রমান তারেক রহমান। আমরা সভা-সমাবেশে স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। তারেক রহমান বীরের বেশেই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এই প্রত্যাবর্তন আগামী শতাব্দির জন্য নতুন ইতিহাস সৃষ্টি করেছে।  
তিনি বলেন- বিএনপি গণমানুষের দল। দেশের মানুষ বিএনপিকে ভালবাসে, বিএনপিও মানুষের কল্যাণে দেশের কল্যাণে রাজনীতি করে। আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেশের মানুষের খেদমত করার তৌফিক দেন।
জি কে গউছ বলেন- যারা মানুষকে মানুষ মনে করেনি, মানুষকে অকাতরে অপমান অপদস্থ করেছে, বেইজ্জত করেছে, ঠুনকো অজুহাতে মানুষের জীবন কেড়ে নিয়েছে এমন একজন মানুষকে আল্লাহ ছেড়ে দিয়েছেন সেই ইতিহাস খোঁজে পাওয়া যাবে না। আল্লাহ বার বার আমাদের বলেছেন সীমালঙ্গণ কর না। যখনই মানুষ সীমালঙ্গণ করেছে আল্লাহ তাদের থামিয়ে দিয়েছেন। আল্লাহ ফেড়াউনের লাশ অক্ষত রেখে আমাদের বুঝিয়ে দিয়েছেন ফেড়াউনের মত ক্ষমতাশালীকেও আল্লাহ ছাড় দেননি। তাই আমরা যেন কেউ ফেড়াউনের পথ অনুস্বরণ না করি।
তিনি বলেন- যারা মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করে তাদের উপর বার বার মানব সৃষ্ট বিপদ আসে। কিন্তু মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। বিএনপি এটা বিশ্বাস করে। বিএনপি অনেক বিপদের মুখোমুখি হয়েছে কিন্তু কোনো দিন ধৈর্যহারা হয়নি। বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরেছে, কষ্ট করেছে, জেলে গিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, মামলার আসামী হয়েছে কিন্তু দেশের জনগণকে অরক্ষিত রেখে, বিপদে ফেলে বিএনপি পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয়নি। যারা দম্ভ করে তারা বার বার পালিয়ে যায়। 
জি কে গউছ বলেন- ২০০৮ সালে আমরা একটি ষড়যন্ত্রের নির্বাচন দেখেছি। ২০১৪ সালে বিনাভোটের নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই শেষ, ২০২৪ সালে আমি ডামি নির্বাচনও আমরা দেখেছি। গত ১৬ বছরে দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। দেশে এখন অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচত করব।
আশফাকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল আহাদ স্বপন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম গোলাম, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান প্রমুখ।