স্টাফ রিপোর্টার ॥
শহরের পুরান বাজার এলাকায় এক লন্ডন প্রবাসীর বাসায় সংঘটিত চুরির ঘটনায় পুলিশ তালিকাভুক্ত ৩ চোরকে গ্রেপ্তার করেছে। এ সময় চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর দুপুর থেকে বিকেলে শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে। এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। সদর থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, চুরির ঘটনায় লন্ডন প্রবাসী মামলা করলে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে।
পরে এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ গতকাল বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহরের দানিয়ালপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র মামুন মিয়া (২৭), বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের শান্ত মিয়ার পুত্র মোঃ পরহান মিয়া (২২) ও পুকড়া গ্রামের আব্দুন নুরের পুত্র কাজী ময়নুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করে। এ ছাড়াও এ মামলার অন্য আসামি পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। গতকাল বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার, ১টি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রধান আসামি মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।