মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২'-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর মুরশেদ খানের নেতৃত্বে পুলিশের একটি
দল মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তপন কুমার সরকার (৪৩) নামে ওই নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তপন কুমার সরকার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হরেন্দ্র সরকারের পুত্র। তিনি আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মোরশেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।