সবাইকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে- সৈয়দ ইশতিয়াক
তারিখ: ২৮-ডিসেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. ফয়সলের জৈষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক বলেছেন- বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশী দেখা যাচ্ছে তা হলো তরুনদের মাঝে নৈতিক অবক্ষয়ের বিস্তার। দিন দিন এটা মহামারীর মত বেড়েই চলেছে। একটা দেশের এবং জাতির শক্তিশালী সম্পদ হচ্ছে যুবসমাজ আর ওদের এই অবক্ষয় একদিনে তৈরী হয়নি। এই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব, মাদকের বিস্তার, আকাশ সংস্কৃতির বিষাক্ত ছোবল, বেকারত্ব্ এবং ওদের যথাপোযুক্ত মূল্যায়ন না করা। আমার বাবা এস.এম.ফয়সলের নির্দেশে এলাকার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমরা মিল-ফ্যাক্টরি স্থাপন করেছি। তিনি সরকারি কোন দ্বায়িত্বে না থেকেও মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী হিসাবে আমার বাবাকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে। উনার বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশ গড়ার প্রতিটি পরিকল্পনার উদ্দেশ্যগুলো ছড়িয়ে দিতে হবে। শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া, এক্তিয়ারপুর গ্রামের যুবক ও মুরব্বীরা সৌজন্য সাক্ষাত করতে আসলে উপস্থিত জনতার উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। এসময় ছাতিয়াইন ইউনিয়নের ইউ/পি সদস্য আব্দুর রউফ, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জয়নাল মহালদার প্রমুখ।