লাখাই উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার লাখাই ইউনিয়নের কৈয়াকান্দি বন্দ এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে স্থানীয় জনগণ ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বটতলা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি বোঝাই চারটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এর্ষিকউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
আদালত বামৈ পশ্চিম গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে এবং বর্তমান ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মঈন উদ্দীন প্রকাশ ছোট্ট মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক নুরুজ্জামানসহ পুলিশের একটি টিম সাথে ছিল।