স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান তখলিছ মিয়ার বিরুদ্ধে অবৈধভাবে এক নিরীহ পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। উপজেলার আমীরখানী সাহেব বাড়ী ও জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুমসাদ হাসান এ অভিযোগ তুলেন। জানা যায়, মাওলানা মুমসাদ হাসানের পারিবারিক একশ বছরের বৈধ মালিকানায় ও দখলে থাকা জায়গা হঠাৎ করে অবৈধ ক্ষমতাবলে দখলে নিয়েছেন বানিয়াচং উপজেলার ২নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিছ মিয়াসহ একটি প্রভাবশালী মহল। মাওলানা আব্দুল ওদুদ ও খরছু মিয়ার যোগসাজশে এলাকার চিহ্নিত লোকজন জবর দখল করে ওই জায়গা দখলে নিয়ে গেছে। মাওলানা মুমশাদ হাসানের পরিবারের কেউই দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকার সুযোগে ওই প্রভাবশলী মহল অবৈধভাবে উক্ত জায়গা দখল করে নেয়। বিষয়টি নিয়ে অচিরেই সামাজিক ও আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।