আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুর উপজেলায় শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’ নামের বিশেষ প্রচারণা কর্মসূচি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘ভোটের গাড়ি’র প্রচারণার উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ শহিদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতেই সরকার গণভোট ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, আসন্ন গণভোটে মোট চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে একটি প্রশ্নে প্রস্তাব করা হয়েছে কোনো নির্বাচিত সরকারের অধীনে নয়, বরং নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব বিষয় জুলাই সনদে উল্লিখিত প্রস্তাবনার ভিত্তিতে পরিচালিত হবে। ইউএনও আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ থাকবে। আগামী নির্বাচনে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, তারা এই সনদ বাস্তবায়নে কাজ করবে এমন প্রত্যাশা জনগণের। এই গুরুত্বপূর্ণ বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই ‘ভোটের গাড়ি’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে, যা পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় যাবে।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্কুল-কলেজের নতুন ভোটারদের মাঝেও ভোটাধিকার, গণতন্ত্র ও নাগরিক দায়িত্বের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রশাসন কাজ করছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি সরকারের এই উদ্যোগ জনসাধারণের মাঝে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোর্শেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ দুলাল।
উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ দুলাল বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, গণভোটের পদ্ধতি এবং পোস্টাল ভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য। এই কর্মসূচির অংশ হিসেবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়। সন্ধ্যায় শীত উপেক্ষা করে মাধবপুর বাজারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সাধারণ মানুষ।