প্রেস বিজ্ঞপ্তি ॥
আপনজনের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রায় তিনশত দুঃস্থ, অসহায়, অস্বচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনজনের সভাপতি মোঃ শফিকুর রহমান তোফায়েল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কুতুবউদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক এড. আজিজুল হক চৌধুরী জুয়েল, ব্যবসায়ী সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক ব্যাংকার আক্তারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন ও বখতিয়ার উদ্দিন তালুকদার শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জজকোর্টের আইনজীবী ছগীর আহমেদ সাজ্জাদ, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, এড. কামরুল হাসান চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ মকছুদ আলী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাধব চন্দ্র রায়, আনিসুর রহমান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু ও গীতা পাঠ করেন প্রাণেশ রঞ্জন দাশ ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন।
হবিগঞ্জের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন আপনজন প্রতিষ্ঠার পর থেকে ১৪ বছর যাবৎ শীতবস্ত্র, শাড়ি লুঙ্গি, খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।