হবিগঞ্জ-১ আসনে মুফতি বদরুর রেজা সেলিমের মনোনয়ন দাখিল
তারিখ: ৩০-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় সদস্য সদস্য পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করার জন্য বৃহত্তর সুন্নী জোট ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম (মিষ্টি) মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন-এর নিকট তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় পরিষদের সহ কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এ ওয়াহেদ, যুব ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলার আহবায়ক যুবনেতা আব্দুল হামিদ, শেখ নাছির আহমদ, ছাত্রনেতা মোহাম্মদ জসীম উদ্দিন প্রমূখ।