স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের সাড়াশি অভিযানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা হল, শহরের অনন্তপুর এলাকার আইয়ূব আলীর পুত্র হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ রনি (৩০), উত্তর সুলতানশী গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম (৪০)। এ ছাড়াও বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের আশিক মিয়ার পুত্র যুবলীগ কর্মী জাহেদ মিয়া (৩০)। পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সদর ওসি দেলোয়ার হোসেন বলেন, আটকদের বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।