বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অচল রিচি ইউনিয়ন পরিষদ
তারিখ: ৩০-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে কার্যত অচল হয়ে গেছে। বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন থাকলেও নিয়মিত ট্যাক্স আদায় করা হচ্ছে এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, সনদপত্র ও প্রত্যয়নপত্রসহ জরুরি সেবা নিতে এসে শত শত নারী-পুরুষ চরম দূর্ভোগের শিকার হন।
গতকাল সোমবার সকাল ১০টায় বিক্ষুব্ধ সেবাপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবরোধ করেন। অন্যদিকে, বিদ্যুৎ না থাকায় কম্পিউটার, প্রিন্টারসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কেউ সেবা পাননি। দূর-দূরান্ত থেকে আসা নারী, বয়স্ক ও অসহায় মানুষ বাধ্য হয়ে কাজ না করেই ফিরে যান।
সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দাল মিয়া ও সচিব বেলায়েত হোসেন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এমন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। 
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী জানান, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে বারবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া বিল পরিশোধ না করায় বিধি অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।