বাহুবলে র‌্যাবের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী আটক
তারিখ: ৩০-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল বাহুবল মডেল থানাধীন মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া (৪৫) ও তার স্ত্রী মোছাঃ রিনা আক্তার (৩৫)।
র‌্যাব সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের শয়নকক্ষ তল্লাশি করে খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।