স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ ২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনে জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি খেলাফত আন্দোলনের মনোনয়ন পেয়ে ওই আসনে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।
বানিয়াচং উপজেলার ধুলিয়া গ্রামের মাওলানা শায়খ আব্দুর রহমান ধুলিয়ার সন্তান মাওলানা হাবিবুর রহমান পিতার পথ অনুসরণ করে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করতে গণসংযোগ চালিয়ে যান।
মাওলানা হাবিবুর রহমান জোটের স্বার্থে ও সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাড়ালেও মাওলানা আব্দুল বাছিত আজাদকে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান।