প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুরের মনোনীত প্রার্থী এবি পার্টির জেলা আহবায়ক এডভোকেট মোকাম্মেল হোসেন (রবিন) নমিনেশন ফরম চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেন। এতে উপস্থিত ছিলেন সাবেক জনপ্রতিনিধি মো: ফজলুর রহমান (আকল মেম্বার), আমির হোসেন মনু, মোশাররফ হোসেন খোকন, সৈয়দ শফিউদ্দীন শাকিল, রোমান আহমেদ, আওয়াল মিয়া প্রমূখ। এবি পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট মোকাম্মেল হোসেন রবিন বলেন, নির্বাচনী আমেজ ফিরিয়ে আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য নিরপরাধ মানুষ কে গ্রেফতার বন্ধ করা উচিত। এডভোকেট রবিন জনগনের অবাধ অংশগ্রহণে ঈগল মার্কার বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন।