৭১ ও ২৪ সালের দুই প্রজন্মের যোদ্ধাদের নিয়ে জিকে গউছের মনোনয়ন দাখিল
তারিখ: ৩০-ডিসেম্বর-২০২৫
আখলাছ আহমেদ প্রিয় ॥

১৯৭১ ও ২০২৪ সালের দুই প্রজন্মের যোদ্ধাদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জিকে গউছ। গতকাল সোমবার সকাল ১১ টায় তিনি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা রফিক এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শহীদ রিপন শীলের মা রুবী রানী শীলকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় জিকে গউছ ৭১ এর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক তাঁর প্রস্তাবক ও ২৪ এর শহীদ রিপন শীলের মা রুবী রানী শীলকে সমর্থক বলে পরিচয় করিয়ে দেন। এ সময় জেলা আইনজীবি ফোরাম ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে গনমাধ্যমকে জিকে গউছ বলেন, ‘বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। আমরা বিশ^াস করি মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে এবং সেই ভোটটা সঠিক ভাবে দিতে পেরেছে তখনই বিএনপি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। ইনশাআল্লাহ, এবারও নির্বাচনের পরিবেশ তৈরী হয়েছে। ভোটাররা কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন, সেই ভোট গননার পরে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো’। তিনি বলেন, ‘আমি এই শহরে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ৩ বার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। সর্বশেষ জেলে থেকেও মেয়র নির্বাচিত হয়েছি। সকল শ্রেণীর মানুষ আমাকে ভালবাসে। মানুষের প্রত্যাশা পুরণে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমি বিশ^াস করি, এবারও যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে বড় পরিসরে কাজ করা সুযোগ পাই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আমি আমার কর্মদ্বারা মানুষের হৃদয় জয় করবো, ইনশাআল্লাহ’।