শায়েস্তাগঞ্জে হযরত গাউসুল আযম (রহঃ) সুন্নিয়া জামে মসজিদের নির্মাণ কাজে দান করার আহ্বান
তারিখ: ৩১-ডিসেম্বর-২০২৫
আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ ॥

 শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণপ্রিয় মসজিদ হযরত গাউসুল আযম (রহঃ) সুন্নিয়া জামে মসজিদের ৩য় তলা ভবন  নির্মাণ  ও  পূন নির্মাণ  কাজের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে পীরজাদাপীর কাজী মাও,ক্বারী মোঃ বাহাউদ্দিন খাঁন জুনায়েদ নকশেবন্দী মোজাদ্দেদী সাহেব জাদায়ে আলাপুরী, তিনিউদ্যোগ নিয়েছেন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনদের প্রতি তিনি আকুল আবেদন জানিয়েছেন তার বিকাশ নাম্বারে ও সরাসরি- তার নিজ হাতে ও রশিদ সংগ্রহের মাধ্যমে মসজিদ নির্মাণ কাজের দানের টাকা পাঠানোর  জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিকাশ নাম্বারটি হলো- ০১৭৩২৫১৯১৬৬। এ ব্যাপারে আলাপকালে উক্ত মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আকিকুর রেজা (ওরফে লস্করপরের সাহেব) জানান, মসজিদ নির্মাণ কাজের জন্য সকলের দেয়া দানের টাকা নিমের বিকাশ নাম্বারে উল্লেখি সরাসরি রশিদ সংগ্রহের মাধ্যমে দিলে আমাদের পক্ষ থেকে কোন প্রকার বাঁধা নিষেধ থাকবেনা। কারণ, উক্ত মসজিদের নির্মাণ কাজের জন্য আপনাদের দেয়া দানের টাকা আমরা মসজিদ কমিটির নেতৃবৃন্দরা এ মসজিদের খাদেম সাহেব এর নিকট থেকে এ সঠিকভাবে হিসাব বুঝে পেয়ে থাকি। এ ব্যাপারে দুনিয়া ও আখিরাতের শান্তির লক্ষে উক্ত মসজিদ নির্মাণ কাজে মুক্ত হস্তে সকল মুসলিম প্রিয় ভাই ও বোনদের প্রতি সাধ্য অনুযায়ী দান করার জন্য আকুল আবেদন জানিয়েছেন উক্ত  মসজিদের খাদেম  কাজী মাও, পীরজাদাপীর বাহা উদ্দিন খাঁন জুনায়েদ নকশেবন্দী মোজাদ্দেদী।