স্টাফ রিপোর্টার ॥
অধ্যক্ষ না থাকায় অচলাবস্থা বিরাজ করছে বাহুবল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজে। এ অবস্থায় ঐতিহ্যবাহী কলেজটি এখন কার্যত অভিভাবকহীন।
জানা যায়, সম্প্রতি অবসরে যান কলেজের অধ্যক্ষ মোঃ আমির উদ্দিন। এ অবস্থায় গত সোমবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয় কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমানকে। কিন্তু ফজলুর রহমান আওয়ামীপন্থী শিক্ষক হওয়ায় তার বিরুদ্ধে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। একপর্যায়ে কলেজ গেটে তালা ঝুলিয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান ও বিদায়ী অধ্যক্ষ মোঃ আমির উদ্দিন সহ অন্যান্য শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে দায়িত্বগ্রহণের মাত্র ৪ ঘন্টার মাথায় ফজলুর রহমান পদত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, গত দুইদিন যাবত কোন অধ্যক্ষ না থাকায় কার্যত অভিভাবকহীন অচলাবস্থা বিরাজ করছে কলেজটিতে। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। এ অবস্থায় সাবেক সফল ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমানকে দ্রুত দায়িত্ব দেয়ার জন্য জোরদাবী জানিয়েছেন অনেকেই।