স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশীতে অসামাজিক কাজে বাধা দেয়ায় সাব্বির আহমেদ, ও তার স্ত্রী কারিমা আক্তারকে বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আহত সূত্র জানায়, সুলতানশী গ্রামের আব্দুল কাদিরের পরিচয়ে বনদক্ষিন গ্রামের জনৈক মহিলা দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে সুলতানশী গ্রামের সাব্বির আহমেদ বাধা দেন। এ নিয়ে কাদির মিয়ার সাথে তার বাগবিতন্ডা হয়। এর জের ধরে গত সোমবার রাতে কাদির মিয়ার ছেলে শাকিল, শাহীন, ফারুক ও নোয়াদ মিয়া উত্তেজিত হয়ে সাব্বিরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাধা দিলে উল্লেখিতরা সাব্বির ও তার স্ত্রী কারিমাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সাব্বির মিয়া জানান, হামলাকারীরা তার ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন তিনি।