রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র উদ্যোগে ক্যাটারেক্ট ক্যাম্প অনুষ্ঠিত
তারিখ: ৩১-ডিসেম্বর-২০২৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর যৌথ আয়োজনে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের দক্ষিণ পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখে বিনামূল্যে চোখের ছানি অপারেশন/ ক্যাটারেক্ট ক্যাম্প পরিচালনা করা হয়। দিন ব্যাপী উক্ত চক্ষু শিবিরে প্রায় দুই শতাধিক রোগীকে সেবা দেয়া হয় এবং পরবর্তী ২ দিনে ডা. সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জে বাছাইকৃত অর্থ শতাধিক রোগীর ছানী অপারেশন করা হয়।
রোটারিয়ান বেলায়েত হোসেন সেলিমের সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত ক্যাটারেধী ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক রোটারিয়ান নিয়াজ মোহাম্মদ খান চৌধুরীসহ রোটারিয়ান মোহাম্মদ হারুন, রোটারিয়ান এডভোকেট জটু চন্দ্র দেব, ক্লাব সেক্রেটারী ও প্রোটরিয়ান আজিজুর রহমান মান্না রোটারিয়ান এমএম আল নোমান তন্ময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তফা খান। আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উজ্জ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতায় পইল গ্রামের কৃতি সন্তান রোটারিয়ান গোলাম সারওয়ার খান ও তার এক ঝাঁক তরুন স্বেচ্ছাসেবক টিম। উল্লেখ্য ক্যাটারেক্ট ক্যাম্পটির অর্থায়নে ডাচ বাংলা ব্যাংক পিএলসি।