খালেদা জিয়ার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের শোক
তারিখ: ৩১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

গতকাল মঙ্গলবার ভোর ৬ টায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকেলে এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর, যুগ্ম-আহবায়ক জিয়াউল আহসানসহ হবিগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নেতৃবৃন্দরা মরহুমার পরিবারের সকল শোকাহত সদস্যবৃন্দ, গুনগ্রাহী, অগণিত ভক্তবৃন্দের শোকের সাথে একাত্মতা ঘোষণা করেন। একই সাথে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোককে শক্তিতে পরিনত করে আগামীতে সুন্দর, অসাম্প্রদায়ীক, মানবিকমূল্যবোধ সম্পন্ন, গণতান্ত্রীক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।