ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
তারিখ: ৩১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (এঔউ) কর্মসূচির উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ক এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। উক্ত অ্যাডভোকেসী ডায়ালগে প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,  সভাপতিত্ব করেন   অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) মো: মইনুল হক। এছাড়া শায়খুল ইসলাম, এনডিসি, মোহাম্মদ উল্লাহ, সহকারী কমিশনার, সাধারণ শাখা, আল নাদরুন বিন আকন্দ, সহকারী কমিশনার, শিক্ষা ও আইসিটি, মো: জালাল উদ্দিন, সহকারী উপ-পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, রোমানা আক্তার, উপ-পরিচালক,  মহিলা বিষয়ক অধিদপ্তর প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ব্র্যাকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির  আঞ্চলিক ব্যবস্থাপকগন, জেলা ব্যবস্থাপক, ব্র্যাক ভলেন্টিয়ার গ্রুপস সহ  আলোচনায় অংশগ্রহণকারীগণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব  আরোপ করে বক্তব্য প্রদান করেন ।
উক্ত অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ আতাউর রহমান, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন আনোয়ার  হোসেন, আরএম–জিজেডি, হবিগঞ্জ ।
অংশগ্রহণকারীগণ আশাবাদ ব্যক্ত করেন যে, এই অ্যাডভোকেসি ডায়ালগ নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।