নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
তারিখ: ৩১-ডিসেম্বর-২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনের তফশীল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ভোট গ্রহন শুরুর কথা থাকলেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুরুতেই শোক প্রস্তাব গৃহিত হয়। পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শোকের প্রতীক হিসেবে প্রেসক্লাবের সদস্যরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। ফলে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল সাড়ে ১১ টায় ভোগ গ্রহণ  শুরু হয়। চলে দুপুর আড়াই টা পর্যন্ত। নির্বাচনে মোট ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত এবং এস আর চৌধুরী সেলিম সমান সংখ্যক ২১ ভোট করে পান। পরবর্তীতে উভয় প্রার্থীর সম্মতিক্রমে এক বছরের মেয়াদি কমিটিতে উভয় প্রার্থী ছয় মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে এসআর চৌধুরী সেলিম ১ জানুয়ারী থেকে ৩০ জুন পর্যন্ত এবং এম এ বাছিত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে শাহরিয়ার আহমেদ শাওন এবং সাগর আহমেদ সমান সংখ্যাক ২১ ভোট করে পান। উভয় প্রার্থীর সাথে আলোচনাক্রমে সাগর আহমেদ ১ জানুয়ারী থেকে ৩০ জুন পর্যন্ত এবং শাহরিয়ার আহমেদ শাওন ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক জালালাবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি জুয়েল আহমদ নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য পদে ৮টি পদে গৌছুজ্জামান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, নিজামুল ইসলাম চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, এম এ মুহিত, আনোয়ার হোসেন মিঠু, এম মুজিবুর রহমান, নাবেদ মিয়া নির্বাচিত হন। নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য অলিউর রহমান অলি।
নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এবং সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী। এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য নায়েব হোসাইন, দৈনিক অবজারভার এর জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান নির্বাচনীয় কাজে সহযোগিতা করেন। এছাড়া সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনারবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংবাদিক মহলের পাশাপাশি নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।