স্টাফ রিপোর্টার ॥
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্বদানকারী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন- আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে ৪০ বছর ধরে রাজনীতি করছি। দেশের জন্য জাতির জন্য খালেদা জিয়ার উপস্থিতি দেশের বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন ছিল। খালেদা জিয়ার মৃত্যুতে আমরা এখন অভিভাবক শূণ্য হয়ে গেলাম।
তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, তিনি একজন মমতাময়ী মায়ের মতো ছায়া দিয়ে আমাদের আগলে রেখেছিলেন। বিপদে-আপদে তিনি আমাদের সাহস জুগিয়েছেন, দায়িত্ববোধ শিখিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দিয়েছেন। দেশের এই ক্লান্তিলগ্নে খালেদা জিয়ার অনুপস্থিতি শুধু আমাদের জন্য নয়, পুরো দেশের জন্য এক গভীর শূন্যতা তৈরী করেছে। তাঁর দৃঢ় মনোবল, দেশপ্রেম এবং মানুষের কল্যাণে নিরলসভাবে যে কাজ করেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্বরণীয় হয়ে থাকবে।
জি কে গউছ বলেন- বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করতে গিয়ে তিনি নিষ্ঠুরভাবে ফ্যাসিস্ট শাসকদের হাতে নির্যাতিত হতে হয়েছেন। এ নিযাতন এতটাই কঠোর ছিল যে তিনি অসুস্থ হয়েছেন এবং তার জীবন বিপন্ন হয়ে পড়েছে। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, তবুও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি আজীবন আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের মধ্যে বেঁচে থাকবেন।
আমি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।