যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সিহিংসতা, নিপীরণ ও বৈষম্যমূলক আচরণ বন্ধে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে।
গতকাল সোমবার (২৪ জানুয়ারী) বিকাল ২টায় নোয়াপাড়া ইউনিয়ন অফিস প্রাঙ্গন ইউনিয়ন চেয়ারম্যান এস এম আতাউল মস্তোফা সোহেল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ইউপি সচিব, মহিলা সদস্য, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটারসহ ইউনিয়নের নারীরা।
প্রধান অতিথি তার বক্তব্য, সমাজে জেন্ডার বৈষম্য দুর করার উপর বিভিন্ন উপায় আলোচনা করেন। পুরুষের মত নারীদেরও সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তার উপায় আলোচনা করেন। সরকার নারীদের বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রানোদনার মাধ্যমে কিভাবে স্বাবলম্ভী করছে সে বিষয় সম্পর্কে আলোচনা করেন।