শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫ দিন ব্যাপি বিভিন্ন ধরণের যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪জানুুয়ারি) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়াঁ, বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক মু. হাবিবুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর (জাইকা) নিশীথ বরণ রায়, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক মামুন চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাংবাদিক হামিদুল হক বুলবুল, মুহিন শিপন প্রমুখ। ইউজিডিপি ও জাইকার সহযোগিতায়, উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার বাস্তবায়ন করে উপজেলা সমাজকল্যাণ বিষয়ক কমিটি। ৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় ১৬৫ জন চালককে প্রশিক্ষণ দেওয়া হবে।