জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগে সহায়তা প্রদান ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রদীপ দাস সাগর, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।