হবিগঞ্জ মটর মালিক গ্রæপের সাবেক সভাপতি শহরতলীর সুলতান মামদপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ সফিকুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের পক্ষে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী বলেন- মরহুম সফিকুর রহমান চৌধুরী ছিলেন অত্যান্ত ভালো মানুষ। তিনি শ্রমিকদের যৌক্তিক দাবি-দাবার পক্ষে থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহন করেছেন। তার মৃত্যুতে আমরা একজন ভালো মানুষ ও পরিবহন নেতাকে হারালাম। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।