বানিয়াচংয়ে সর্বসাধারণকে কোরআন সুন্নাহর আলোকে জীবন ধারণ করা এবং অসহায় মানুষদের পাশে থাকার আহŸান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল মঙ্গলবার উপজেলার যাত্রাপাশায় দীঘির পাড় যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মহা সম্মেলনে সংক্ষিত বক্তব্যে তিনি এ আহŸান জানান।
এ সময় তিনি বলেন, প্রত্যেকেই ইসলামের আদর্শ অনুযায়ী এবং কোরআন সুন্নাহের আলোকে আমরা জীবন ধারণ করবো। পাশাপাশি অসহায়দের মানুষদের সুখে-দুঃখে পাশে থেকে ইহকালে কষ্ট করে পরকালকে সুখী করার কার্যক্রম অব্যাহত রাখবো’।