হবিগঞ্জ বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা কৃষক দলের আহŸায়ক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি বলেন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ছিলেন একজন ভালো মানুষ। তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের ক্ষতি হয়েছে। তিনি তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।