বাহুবলে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ হেলাল আহমেদ।
প্রশিক্ষণ কর্মসূচীর শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দর রব শাহিন, মিরপুর আলিফ সোবহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
পরে বিকাল আড়াইটায় অনুষ্ঠিত তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। সভায় তথ্য অধিকার বিষয়ে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ হেলাল আহমেদ। বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।