দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নেতৃবৃন্দরা হবিগঞ্জ জেলা বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরকারের হাতে স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জেলা বারের বিজ্ঞ আইনজীবী কামাল উদ্দিন সেলিম, যুগ্ম-আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ আব্বাস উদ্দিন,
কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি শারফিন চৌধুরী রিয়াজ, সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য মোহাম্মদ আলী মুসা, যুবদল নেতা কাজী সামছুল হক শিমুল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক মিষ্টার এনাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম শামিম, আবুল কালাম আজাদ সুমন, জামিউর রহমান জামি, আলী রাজা উজ্জল, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, জেলা যুবদলের সহ-কোষাধক্ষ আবুল বাসার জুম্মন, জেলা যুবদল নেতা রাসেল মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল সামাদ লিটন, আল-আমিন সরদার, মুহিবুল ইসলাম সুজন, মোঃ নাজির আহমেদ, রুবেল খান। পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ রাসেল, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুহিদুল ইতিহাস।
বক্তাগন বলেন, ‘সীমাহীন দূর্নীতির কারণে দেশের এই বিদ্যুৎ বিভ্রাট। এই সরকারের পদত্যাগের মধ্যি দয়েই বিদ্যুতের সমাধান করা হবে’।