স্ত্রী ও সন্তানের স্বীকৃতির দাবিতে গাইবান্ধার যুবতি বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের শ্রীরামপুরে প্রেমিকের বাড়িতে অনশন করেছে। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। জানা যায় ওই গ্রামের অনিল চন্দ্র দাসের পুত্র প্রিয়ঙ্কর দাস (২০) এর সাথে রং নম্বরে পরিচয় হয় গাইবান্ধা সদরের কলেজ রোড মালিবাড়ি এলাকার সাইফুল ইসলামের কন্যা আক্তার রানীর (১৮)। তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা শারীরিক সম্পর্কে রূপ নেয়। এতে সে অন্তস্বত্তা হয় এবং ৫ মাসের পুত্র সন্তানের জন্ম দেয়।
এদিকে প্রিয়ঙ্কর দাস নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ওই যুবতীকে নিয়ে ঢাকায় বসবাস করে। সন্তান গর্ভে আসার পর সে পালিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে শিশু সন্তান নিয়ে রাণী প্রিয়ঙ্কর দাসের বাড়ি অনশন করে। পরে বিকালের দিকে গ্রামবাসী ও প্রশাসনের হস্তক্ষেপে তা সমাধান হয়।