শহরে চৌধুরী বাজারে সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে মারপিটের ঘটনায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় এফআইআর-এর নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৬ জুন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জাকির হোসাইন এ নির্দেশ দিয়েছেন। আজ (৯ জুন) শুক্রবারের মধ্যে মামলাটি এফআইআর করার হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মর্তুজাকে এ নির্দেশনা দিয়েছেন তিনি।
জানা যায়, গত ৬ জুন শহরের নারিকেল হাটা এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে সাইফুর রহমান বাদি হয়ে তাকে বেধড়ক মারপিটের অভিযোগ এনে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, খোয়াই আবাসিক এলাকার মোঃ কদ্দুছ মিয়ার মেয়ে শরীফা আক্তার, উমেদ নগর পূর্ব এলাকার মৃত নুর আলীর ছেলে সেলিম মিয়া, একই এলাকার জিতু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া, উমেদ নগরের নুরাজ মিয়ার ছেলে মোতাব্বির মিয়া ও বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের মৃত কুতুব আলীর ছেলে মোঃ আরজু মিয়াকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
এতে তিনি উল্লেখ করেন, গত ৩ জুন দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় পূর্ব থেকে উৎপেতে আসামীরা লোহার রড, কাঠের ছেলিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুর রহমানকে ঘেরাও করে ফেলে। এ সময় আসামী শামছু মিয়ার নির্দেশে অন্যান্য আসামীরা তাকে বেধড়ক মারপিট করে। এতে সে মাটিতে পড়ে গেলে শামছু মিয়া কাঠের ছেলি দিয়ে তাকে আঘাত করেন। এতে সে রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।