চুনারুঘাট উপজেলার নালমূখ বাজারে মেসার্স আমর চাঁন বিবি হার্ডওয়ার এন্ড ইলেকট্রনিক কর্নার দোকানের পিছনের কাঠের দরজা ভেঙ্গে দোকানের দুটি ক্যাশ ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার (৮জুন) দুপুরে ঘটনারস্থল পরিদর্শন করেন চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক। এ ঘটনায় দোকান মালিক শাহনেওয়াজ থানায় অজ্ঞাতনামা আসামি করে চুনারুঘাট থানায় রাতে একটি অভিযোগ দায়ের করেন। এর আগে উপজেলার মিরাশি ইউনিয়নের নালমূখ বাজারে বুধবার দিবাগত গভীর রাতে দোকানের পিছনের কাঠের দরজা ভেঙ্গে ঘরের মালামাল তছনছ করে দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন ঘরের থালা ভাঙ্গা। পরে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে অবগত করে পুলিশে খবর দেয়া হয়। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।