বাহুবলে ট্রান্সফরমার চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরেরা উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ট্রান্সফরমার গুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আর তার মাশুল দিতে হচ্ছে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত ভোর রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলী গ্রামে। পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত রাতে উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ভুগলী গ্রাম থেকে দুটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসীর ধাওয়া খেয়ে একটি মটর সাইকেল ও দুই কয়েল তার রেখে পালিয়ে গেছে একদল চোর। এসময় দু’জনকে চিনতে পারেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে গ্রামের লোকজন থানা পুলিশকে খবর দিলে বাহুবল মডেল থানার এস আই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মটর সাইকেল ও তারগুলো থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে বাহুবল জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান জানান, ভোর রাতে উপজেলার ভুগলী গ্রাম থেকে দুটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছিলো একদল চোর। গ্রামবাসীর ধাওয়া খেয়ে একটি মটর সাইকেল ও দুই কয়েল তার রেখে পালিয়ে যায় তারা।