জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। গতকাল রবিবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে কর মেলা উদ্বোধন করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল। ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুফতি নাজিম উদ্দিন মাসূমী, হিমাংশু চন্দ্র দেব, শচী রঞ্জন রায় ও ইউপি সদস্য দুলাল ঘোষ, সংরক্ষিত সদস্য শ্যামলী রাণী দেব, সোমা রেলী, সাফিয়া খাতুন, ইউপি সদস্য সন্তোষ মুন্ডা, বাবুল চৌহান, মোঃ সহিদ মিয়া, খসরু মিয়া ও মোঃ ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ আব্দুল্লাহ, মোঃ আবু জাহের মিয়া, ইউপি অফিস সহকারী তপন চন্দ্র দেব, টেক্স কালেক্টর রিয়াদসহ অন্যান্যরা।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণ সচেতনতা মূলক বিভিন্ন ফেস্টুন টানানো হয়েছে।