বাহুবলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু, ডিম, পেয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় ৩ প্রতিষ্টানকে জরিমানা করা হয়। এ সময় মেসার্স সততা ডিমের আড়তকে ২ হাজার, মেসার্স আইয়ুব আলী ডিমের আড়তকে ২ হাজার ও সজবি বিক্রেতা শামছুল হককে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম সহযোগীতা করে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করায় এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।