শহরের ঘাটিয়া বাজারে পৌর বিপনী মার্কেটে একটি অবৈধ দোকান বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার বিকেল ৩ টায় পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত ও ভারপ্রাপ্ত বাজার পরিদর্শক মোঃ কিতাব আলী দোকানটি তালাবদ্ধ করেন।
পৌরসভা সূত্র জানায়, ঘাটিয়া বাজারে পৌর বিপনী মার্কেট নির্মাণের পর ২০০৯ সালে বেনু মিয়া নামে একজন ব্যবসায়ী পৌরসভার সাথে চুক্তিপত্র করেন। কিন্তু চুক্তি পত্রে তাৎকালীন পৌরসভার মেয়র জিকে গউছের স্বাক্ষর জাল করা হয়। এক পর্যায়ে বেনু মিয়া দোকানটি পৌরসভাকে না জানিয়ে উজ্জল আহমেদ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। এতে উজ্জল আহমেদ বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা পরিচালনা করেন। পরে উজ্জল আহমেদ রনি মিয়া নামে আরেক ব্যবসায়ীর কাছে দোকানটি ভাড়া দেন। এতে উজ্জল আহমেদ রনি মিয়ার কাছ থেকে দোকানের সিকিউরিটি বাবদ ৩ লাখ ও তিন বছরের ভাড়া বাবদ প্রায় আড়াই লাখ টাকা নেন। তারপরও উজ্জল আহমেদ দোকানের বৈধ্যতা নিতে কোন উদ্যোগ নেননি। পৌরসভার সাথে উজ্জল আহমেদের বৈধ চুক্তিপত্র না থাকায় গতকাল দোকানটি তালাবদ্ধ করা হয়।