হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবি ময়েজ উদ্দিন শরীফ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তরুন সমাজকে খেলাধুুলার পাশাপাশি দেশ গঠনে ভ‚মিকা রাখতে হবে। একটি দক্ষ তরুণ সমাজই পারে একটি দেশ গঠন করতে’। গতকাল রোববার বানিয়াচং উপজেলা সদরে প্রাইম ডেন্টাল সলিউশন ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল আগামীতে যে কোন খেলাধুলার প্রতি তার ব্যক্তিগত পক্ষ থেকে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।