শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাও ব্রীজ এলাকায় সুতাং নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বালু খেকোরা উপজেলার সুতাং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি জানতে পেরে গতকাল ওই এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের কাজে জড়িত থাকায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।