সদর মডেল থানা পুলিশ সিলেট বিভাগের ডিআইজির নির্দেশে সাড়াশি অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে সদর থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামিকে আটক করে। গতকাল রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, ডিআইজির নির্দেশে এ অভিযান নিয়মিত চলবে। তিনি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। কোনো থানাতেই পরোয়ানাভুক্ত ওয়ারেন্ট পেন্ডিং থাকতে পারবে না।